‘প্রমাণিত হলো— সত্য চেপে রাখা যায় না’

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এটিএম আজহারের খালাসে প্রতিক্রিয়ায় কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমান। ছবি : এনটিভি
বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এটিএম আজহারের মুক্তির রায়ে প্রমাণিত হলো— সত্যকে চেপে রাখা যায় না।’ আজ মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক অনুষ্ঠানে এটিএম আজহারের খালাসের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
জামায়াতের আমির বলেন, পতিত স্বৈরাচার সরকার ইচ্ছাকৃত গণহত্যা চালিয়েছে। সাজানো-পাতানো রায়ে জামায়াতের ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করেছে।
ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা ন্যায়বিচারকে গণহত্যা করেছিল। এই সংকট মুহূর্তে যদি তারা বেঁচে থাকতেন তাহলে তাদের প্রজ্ঞা দিয়ে জাতিকে পথ দেখাতে পারতেন।
জামায়াত আমির বলেন, মহান আল্লাহ্ রহমতে দেশের মানুষ সমর্থন দিলে প্রতিশোধের রাজনীতি, বৈষম্যের রাজনীতির অবসান ঘটানো হবে।