আবারও আদালতে মমতাজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ মে) বিচারক সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে সকালে মানিকগঞ্জের আদালতে নেওয়ার সময় মমতাজকে লক্ষ্য করে ডিম-জুতা নিক্ষেপ করা হয়।
জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের নিরাপত্তায় মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের পাহারায় তাকে আদালতে নেওয়া হয়। সিংগাইর থানায় হওয়া একটি হত্যা মামলাসহ দুই মামলার নিয়মিত হাজিরা দিতে তাকে আদালতে উপস্থিত করা হয়েছিল। বেলা সাড়ে ১১টার দিকে মমতাজ বেগমকে আদালতের এজলাসে তোলা হয়।
কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, ‘মমতাজ বেগমকে আজ নিয়মিত হাজিরা দিতে আনা হয়েছে।’
আদালত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে আবারও ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে মামলার প্রথম দিনও একই ঘটনা ঘটে।