৩০০ আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা অর্জন করেছি : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন ৩০০ আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
আজ মঙ্গলবার (২৭ মে) ঠাকুরগাঁও অপরাজয় একাত্তরে ইসলামী আন্দোলনের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলনকে ছোট মনে করলে হবে না। যখন ইসলামের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তখন ইসলামী আন্দোলন রাজপথে আওয়াজ তুললে অপরাধীদের কলিজা কেঁপে ওঠে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন অনেক শক্তিশালী। আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছি। দেশ ও মানবতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব।’
চরমোনাই পীর বলেন, ‘আমরা সকল ইসলামী দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। দেশের জন্য এবং মানবতার কল্যাণের জন্য আমরা সকলে একসঙ্গে মিলে কাজ করার অঙ্গীকার করছি।’
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা মো. হাফিজ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ আনিছুর রহমান। এছাড়া জেলা ও উপজেলা এবং ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।