জবানবন্দি শেষে কারাগারে সাবেক সিইসি নূরুল হুদা
প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (১ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে গত ২৩ জুন একই মামলায় তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। সেই রিমান্ড শেষ হলে তাকে গত শুক্রবার ফের আনা হয়। শুনানি শেষে ফের চার দিনের রিমান্ডে পাঠান বিচারক।
নথি থেকে জানা যায়, গত ২২ জুন ২৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।
মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নূরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।