টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়ে ১৭ কিশোর পেল বাইসাইকেল

টানা ৪১ দিন মসজিদে তাকবীরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় কসবায় ১৭ জন কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেলে কসবার আকছিনা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড শাখা ও স্থানীয় ব্যবসায়ী আবদুস ছাত্তারের যৌথ উদ্যোগে এ পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় নামাজে অংশ নেওয়া আরও ৩৫ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
উদ্যোক্তা আবদুস ছাত্তার বলেন, কিশোরদের মসজিদমুখী করতেই এ উদ্যোগ। আমি বিশ্বাস করি, তারা নিয়মিত নামাজে অভ্যস্ত হলে ভবিষতেও এ আমল ধরে রাখবে। এতে আমিও সাওয়াবের অংশীদার হতে পারবো। সকলের উচিত ভালো কাজে এগিয়ে আসা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখার কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, কসবা উপজেলা জামায়াতের আমীর ফরিদ উদ্দিন, সেক্রেটারি গোলাম সারোয়ার, স্থানীয় জামায়াত নেতা মো. সালাউদ্দিন ও আজগর ডিলারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।