যারা নির্বাচন ভয় পায়, তারা পিআর পদ্ধতি চায় : নজরুল ইসলাম আজাদ

বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, ‘যারা নির্বাচন ভয় পায়, যারা অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায়—আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়—এখন তারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতি এখন যথেষ্ট নয়। যদি কেউ করতেও চায়, তাহলে জাতির সামনে তাদের কর্মসূচি তুলে ধরে ভোট করা উচিত। তারা জয়লাভ করলে পিআর করবে। কিন্তু বিএনপির ঘাড়ের উপর চেপে বা অন্য কোনো সরকারের ঘাড়ে চেপে এই দুষ্কর্ম করা ঠিক হবে না। এটির প্রতি জাতির কোনো সমর্থন নেই।’
আজ শুক্রবার (১১ জুলাই) নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কর্মী সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম আজাদ।
বিএনপিনেতা নজরুল ইসলাম আজাদ বলেন, ‘গণতন্ত্রের মূল নীতিকে উর্ধ্বে তুলে ধরেই শত প্রতিকুলতা ও ঝড়-ঝাপ্টা অতিক্রম করে বিএনপি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে এসেছে। স্বজাতির সব ধর্ম ও বর্ণের সজ্জন মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশায় যুক্ত ব্যক্তিরা এই দলের সদস্য হতে পারেন। সমাজবিরোধী কোনো ব্যক্তি, দখলবাজ, চাঁদাবাজদের এই দল বরদাশত করে না। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কিন্তু দল যখনই এ ধরনের ঘটনা অবহিত হয়, তখনই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করেনি।’
জামায়াতে ইসলামীর সমালোচনা করে নজরুল ইসলাম আজাদ বলেন, তারা বলছেন—যেনতেনভাবে নির্বাচন হতে দেওয়া হবে না। অথচ জামায়াতই ’৮৬ সালে স্বৈরাচারের ডাকে নির্বাচনে গিয়েছিল, ’৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছিল। তারা বলে বিএনপি নাকি সারা দেশে দখলবাজি করেছে। আমরা বলি, কাঁচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল মারবেন না। দেশের মানুষ দেখেছে ৫ আগস্টের পর প্রথম ব্যাংক ডাকাতি করেছে কারা? শিক্ষাপ্রতিষ্ঠান দখল করেছে কারা?