দখল-চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে : নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘একদল যাবে আরেকদল এসে দখল নেবে—এই অপরাজনীতির কবর রচনা করতে হবে। জনগণ আর দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসনির্ভর রাজনীতি চায় না।’
আজ শনিবার (১২ জুলাই) বিকেলে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট হক টাওয়ার চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুর।
নুরল হক নুর বলেন, ‘যেভাবে আমরা শেখ হাসিনাকে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বিদায় করেছি, সেভাবে যেন ভবিষ্যতে আর কোনো দৈত্য তৈরি না হয়, সেজন্য সবাইকে জাগ্রত থাকতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদ দক্ষিণ চট্টগ্রাম জেলার সভাপতি গাজী সুফিয়ান এবং সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আখতার জামান সম্রাট।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় মুখপাত্র ও সহসভাপতি ফারুক হাসান, কেন্দ্রীয় পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সিনিয়র নেতা আনিসুর রহমান মুন্না ও কামনুর নাহার ডলি। এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।