ভোলার ২০ নৌ-রুটে নৌযান চলাচল বন্ধ, জনজীবন বিপর্যস্ত

বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টিতে উপকূলীয় জেলা ভোলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে নদ-নদী উত্তাল থাকায় গত ১২ দিন ধরে ভোলার সব উপজেলার অভ্যন্তরীণ ২০টি নৌ-রুটে যাত্রীবাহী নৌ-চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। জেলার সঙ্গে নৌ-যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) ভোলা আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ভোলায় প্রায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান বলেন, আবহাওয়ার উন্নতি হতে আরও কয়েকদিন সময় লাগবে। বর্তমানে জেলায় তিন নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে এবং আগামী ১৭ জুলাই পর্যন্ত একটানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বিআইডব্লিউটিএ ভোলা বন্দর কর্মকর্তা রিয়াদ হোসেন জানান, উপকূলীয় ভোলাসহ অন্যান্য এলাকার নদীপথ এখনও স্বাভাবিক হয়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়া না কাটলে কোনো প্রকার লঞ্চ চলাচল করতে দেওয়া হবে না। তবে, যাত্রীবাহী নৌযান বন্ধ থাকলেও ভোলা-লক্ষ্মীপুর-লাহারহাট (বরিশাল) রুটে ফেরি চলাচল করছে এবং কিছু সংখ্যক যাত্রী ফেরিতে পারাপার হচ্ছেন।
ভোলা-ঢাকা নৌ-রুটের নৌযান কোম্পানি মেসার্স ব্রাদার্স নেভিগেশনের ব্যবস্থাপক মো. আলাউদ্দিন জানান, নদী উত্তাল থাকায় এবং কর্তৃপক্ষের অনুমতি না থাকায় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে একদিকে যেমন যাত্রীদের দুর্ভোগ হচ্ছে, অন্যদিকে তাদের লোকসান গুনতে হচ্ছে।