গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, সারা দেশে ‘বাংলা ব্লকেড’ ঘোষণা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই কর্মসূচি ঘোষণা করে জাতীয় যুবশক্তিও।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুকে এই কর্মসূচি ঘোষণা করে। পরবর্তীতে এনসিপি ও জাতীয় যুবশক্তির ফেসবুকেও একই কর্মসূচি ঘোষণা করা হয়।
‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।

জাতীয় যুবশক্তির ফেসবুক পেজে লেখা হয়, গোপালগঞ্জে গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা।
এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়, বাংলা ব্লকেড কর্মসূচি: সারা দেশব্যাপী এনসিপি ও সমর্থক দলগুলোকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দেওয়া হলো। যে যার অবস্থান থেকে সংগঠিত হয়ে আপনার জেলায় ব্লকেডে অংশ নিন। ঢাকা মহানগরীর সহযোদ্ধারা শাহবাগে অবস্থান নিন।