সড়কের একপাশ দিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন জামায়াতকর্মীরা

যান চলাচলের সুবিধার্তে সড়কের এক পাশ দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা।
আজ শনিবার (১৯ জুলাই) বেলা দুইটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। এই সমাবেশকে কেন্দ্র করে গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাত থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। মূল সড়কের এক পাশ দিয়ে তারা হেঁটে যাচ্ছেন, এক পাশ তারা সম্পূর্ণ ফাঁকা রাখছেন।
সড়কে শৃঙ্খলা বিষয়টি দেখভাল করা এক জামায়াতকর্মী বলেন, আমাদের নির্দেশনা রয়েছে রাস্তা যাতে না আটকে থাকে। আগত অতিথিদের রাস্তার একপাশ ধরে হাঁটতে বলা হচ্ছে। আমরা লাইন ধরে দাঁড়িয়ে তাদেরকে একপাশে পাঠাচ্ছি, যেন যান চলাচলের সমস্যা না হয়। যেকোনো জরুরি পরিবহণ ও সকল প্রকার পরিবহনের জন্য রাস্তা উন্মুক্ত করা আছে।