সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীজুড়ে জামায়াতের ৬ হাজার স্বেচ্ছাসেবক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আজ শনিবার (১৯ জুলাই) জাতীয় সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের সার্বিক সহযোগিতার জন্য দলের ৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে এবং রাজধানী বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন।
বিশেষ করে সমাবেশস্থলের প্রবেশ পথগুলোতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা এবং নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দিচ্ছেন এসব স্বেচ্ছাসেবকরা।
এদিকে সমাবেশে আগতদের জন্য বেশকিছু মেডিকেল টিম, খাবার পানি সরবরাহসহ নানা ধরনের টিম কাজ করছে।
সাত দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে।
সমাবেশ শুরুর ছয় ঘণ্টা আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়া উদ্যানের বাইরেও অবস্থান করছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মী।