পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান নিয়ে সেমিনার

পটুয়াখালীর কুয়াকাটায় পায়রা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২০ জুলাই) বেলা ১১টায় কুয়াকাটার সিকদার হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
এতে বিভিন্ন মন্ত্রণালয়, সামরিক ও বেসামরিক সংস্থা, ব্যবসায়ী নেতা, বন্দর ব্যবহারকারী, মাস্টারপ্ল্যান প্রণয়নকারী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও নেদারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান রয়্যাল হাসকোনিং ডিএইচভির প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। মাস্টারপ্ল্যান প্রকল্পের সূচনা বক্তব্য উপস্থাপন করেন বুয়েট টিমের লিড কনসালট্যান্ট অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ। এরপর নেদারল্যান্ডভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান রয়্যাল হাসকোনিং ডিএইচভি’র টিম লিডার মেনো মুইজ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারের বিকেলের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ড. এম সাখাওয়াত হোসেন বক্তব্য রাখবেন।