ময়মনসিংহে ১১৬ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

ভারতীয় মদসহ যুবক আটক। ছবি : এনটিভি
ময়মনসিংহের ধোবাউড়ায় ১১৬ বোতল ভারতীয় মদসহ আজিজুর রহমান হৃদয় (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।
আজ সোমবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আজিজুর রহমান হৃদয় গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার বাসিন্দা।
জানা গেছে, সোমবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় টিকিট কাউন্টারের সামনে রাস্তায় থাকা একটি ই এক্স-২ পিকআপভ্যান তল্লাশি করে পুলিশ। এ সময় পিকআপের ভেতরে বস্তায় রক্ষিত অবস্থায় ৭০ বোতল আইচ ভটকা, ২৪ বোতল মেঘডয়েল, ২২ বোতল এসি ব্ল্যাক জব্দ করা হয়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, আটক হৃদয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।