ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে এক লাখ মাছের পোনা অবমুক্ত

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের পাশে ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির মাছের এক লাখ পোনা অবমুক্ত করেছে রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকা। আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি প্রেসিডেন্ট রোটারিয়ান মুনা ইকবাল, জেনারেল সেক্রেটারি কাজী রওনাক হোসেন, প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক এস এস আহম্মেদসহ প্রায় ৭০ জন নারী-পুরুষ সদস্য।
রোটারি ক্লাবের এ মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভুঁইয়া বলেন, দেশের মাছের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে এমন কর্মসূচি অত্যন্ত অনুকরণীয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে বাকৃবি পরিবার পাশে থাকবে।
রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার প্রেসিডেন্ট রোটারিয়ান মুনা ইকবাল বলেন, সমাজসেবার অংশ হিসেবে আমরা নদীতে মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নিয়েছি। এরই অংশ হিসেবে এবার ব্রহ্মপুত্র নদে এক লাখ বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হলো। মূল লক্ষ্য হলো- সবার মাঝে পুষ্টি ছড়িয়ে দেওয়া।