নিহত পাইলট সাগরের মা-বাবাকে আনা হয়েছে ঢাকায়
নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের পরিবারকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে রাজশাহী এয়ারপোর্ট থেকে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।
সাগরের মেজ চাচা মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মৃত্যুর ঘটনায় সাগরের বাড়িতে চলছে শোকের মাতম। আজ দুপুরে সাগরের মৃত্যুর খবর পাওয়ার পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। রাজশাহী নগরীর উপশহরের তিন নম্বর সেক্টরে তাদের বাসায় গিয়ে পরিবারের স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
সাগরের মেজ চাচা মতিউর রহমান বলেন, আমরা দুপুরে সাগরের মৃত্যুর খবর পেয়েছি। বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। সেই হেলিকপ্টারটি সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে নিয়ে ঢাকায় রওনা হয়েছে।
চাচা মতিউর রহমান আরও বলেন, সম্প্রতি সাগর রাজশাহী এসেছিলেন। ছয় মাস আগে বিয়ে করেছেন। মরদেহ গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে না রাজশাহীতে দাফন করা হবে সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।