বিমান বিধ্বস্ত
‘মা কই?’ অপেক্ষায় আট বছরের ওহি

আট বছর বয়সী আফসান ওহি, উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিনের মতো গতকাল সোমবারও (২১ জুলাই) মায়ের হাত ধরে স্কুলে গিয়েছিল সে। স্কুল ছুটির পর মা আফসানা আক্তার প্রিয়া (২৮) তাকে নিতে এসেছিলেন। কিন্তু স্কুলের ছুটির ঘণ্টা বাজার আগেই প্রচণ্ড শব্দে বিধ্বস্ত হলো বিমানবাহিনীর যুদ্ধবিমান। সেই বিকট শব্দের পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মেলেনি ওহির মা প্রিয়ার সন্ধান।
ছোট্ট ওহি, মায়ের জন্য আকুল হয়ে বারবার প্রশ্ন করছে, ‘মা কই?’ কিন্তু তার পরিবারের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। তাদের চোখে শুধু একটাই প্রশ্ন, ‘ওহির মা কি আর ফিরবে?’ এই অনিশ্চয়তা আর প্রিয়জন হারানোর আশঙ্কায় পুরো পরিবার এখন শোকে মুহ্যমান। এই হৃদয়বিদারক ঘটনায় ছোট্ট ওহির নিষ্পাপ প্রশ্নের সামনে অসহায় পরিবারের নীরবতা যেন এক জীবন্ত কষ্টের প্রতিচ্ছবি।
শিক্ষার্থী ওহির চাচা মহিবুল এনটিভি অনলাইনকে জানান, গতকাল থেকে খোঁজ করছি কিন্তু কোথাও পাচ্ছি না ভাবিকে। সবগুলো হাসপাতাল, মর্গ এমনকি দুর্ঘটনাস্থলেও খোঁজা হয়েছে, কিন্তু সন্ধান মেলেনি। আমাদেরকে জানানো হয়েছে থানায় একটি নিখোঁজের জিডি করার জন্য।
মহিবুল জানান, আফসান ওহি স্কুলটির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ওহিকে আনতে তার মা আফসানা আক্তার প্রিয়া স্কুলে গিয়ে নিখোঁজ। তিনি বলেন, মায়ের জন্য গতকাল থেকে কান্নাকাটি করছে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আফসান ওহি। পরিবারের একটাই প্রশ্ন আফসানা কই কোথায় আছে। আফসানা ফিরবে তো?
ওহির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গতকাল স্কুল থেকে বাসায় এসে মাকে না পেয়ে কান্নাকাটি করছে। খেতে গেলেও মায়ের কথা বলছে ওহি। মায়ের কাছে যেতে চায় সে। ছোট মানুষ কোন ভাবেই কিছু বুঝানো যাচ্ছে না।
গতকাল সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে নিহতদের পরিবারের কাছে ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে ৭৮ জন চিকিৎসাধীন আছেন।