ফখরুল ইসলাম (শাহীন)
বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। পথচলা শুরু হয় দৈনিক সংবাদ-এ, পরে কাজ করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। শখ থেকে শুরু হলেও লেখালেখি ও সাংবাদিকতা এখন তাঁর পেশা। বর্তমানে এনটিভিতে কর্মরত, শুরু করেছিলেন রাজনৈতিক প্রতিবেদক হিসেবে; এখন আন্তর্জাতিক স্বাস্থ্যনীতি, মহামারি, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য ইস্যুতে অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরি করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেছেন। আগ্রহের জায়গায় রয়েছে রাজনীতি, রাষ্ট্রনীতি, স্বাস্থ্যনীতি ও জলবায়ু পরিবর্তন। বই পড়তে ভালোবাসেন, বিশেষ করে কবিতা ও ভ্রমণকাহিনি। ঘুরতে হয় পেশাগত কারণে, তবে ঘোরাও তাঁর নেশা।