বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে এক ইউনিট চালু

জাতীয় গ্রিডে কারিগরি সমস্যার কারণে ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট পুনরায় চালু করা হয়েছে। তবে এখনও বন্ধ রয়েছে ২ ও ৩ নম্বর ইউনিট। ফলে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হয়নি।
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২১ জুলাই) রাত ১০টায় ১ নম্বর ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। টানা ১৪ ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টায় এটি পুনরায় চালু করা সম্ভব হয়। বর্তমানে এই ইউনিট থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে শক্তিশালী ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩ নম্বর ইউনিটটি এখনও বন্ধ রয়েছে।
প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, গ্রিড সমস্যার কারণে ইউনিটটির কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতের কাজ চলছে। দ্রুত চালু করার চেষ্টা করছি।
বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, সোমবার (২১ জুলাই) সকালেই প্রথমে ৩ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। এরপর রাত ৮টা ৭ মিনিটে পুরো কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে পড়ে। রাত ১০টায় ১ নম্বর ইউনিটও কার্যক্রম বন্ধ করে। এতে জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ ঘাটতির সৃষ্টি হয়।
১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট হলেও, সেটি বন্ধ হওয়ার আগে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল। আর ৩ নম্বর ইউনিট থেকে প্রতিদিন ১৮০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল।
এদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিট, যার উৎপাদন ক্ষমতাও ১২৫ মেগাওয়াট, দীর্ঘদিন ধরেই অকার্যকর রয়েছে।