কুমিল্লায় আজ এনসিপির ‘শোক’ পদযাত্রা
দুইদিনের বিরতির পর আজ বুধবার (২৩ জুলাই) কুমিল্লায় আবারও পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে এ পদযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুর থেকে কুমিল্লায় পৌঁছে প্রথমে শহীদ মাসুমের কবর জিয়ারত করা হবে। এরপর টমছমব্রিজ থেকে পদযাত্রা শুরু হয়ে পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন, জেলা পরিষদ সড়ক, ফৌজদারি, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর, লিবার্টি চত্বর হয়ে কুমিল্লা টাউন হলে গিয়ে শেষ হবে। সেখানে এক জনসভা অনুষ্ঠিত হবে।
নাভিদ নওরোজ শাহ জানান, চাঁদপুর থেকে আসার পর শহীদ পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৪টায় পদুয়ার বাজার বিশ্বরোড থেকে পদযাত্রা শুরু হবে। বিকেল ৫টায় টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জনসভা, যা উত্তরার মাইলস্টোন ট্রাজেডিকে কেন্দ্র করে শোকসভায় রূপ নেবে।
পদযাত্রা ও জনসভায় অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সাদিয়া ফারজানা দিনা, সামান্তা শারমীন, জয়নাল আবেদীন শিশির, নাসীরুদ্দিন পাটোয়ারী, আব্দুল হান্নান মাসউদ প্রমুখ। এতে সভাপতিত্ব করবেন এনসিপি কুমিল্লা মহানগরের আহ্বায়ক সিরাজুল হক।