বিচার না হওয়া পর্যন্ত সরকার যেন অন্য কিছু চিন্তা না করে : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নতুন আরেকটা জুলাই এসেছে, কিন্তু বিচার এগোয়নি। আমরা এখনও কোনো কার্যকর অগ্রগতি দেখছি না। যারা নির্দেশ দিয়েছে, বাস্তবায়ন করেছে বা কোনোভাবে এই গণহত্যার সঙ্গে জড়িত, তাদের দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যেন অন্য কিছু চিন্তা না করে।
আজ বুধবার (২৩ জুলাই) সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সারজিস আলম এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বাংলাদেশে গতানুগতিক লোকদেখানো তদন্ত আমরা চাই না। খুনি হাসিনা ও তার দোসররা লুটপাট করে রাষ্ট্রের প্রতিটি সেক্টর শূন্য করে দিয়েছে। এইসব অপরাধের সত্য উদঘাটনে কার্যকর তদন্ত চাই।
এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম-মুখ্য সমন্বয়ক মাহবুবুল আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।