দেশে খুনি হাসিনার মতো স্বৈরাচার কায়েম হতে দেবো না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘কেউ যদি ষড়যন্ত্র করে আমাদেরকে বারবার খুন করতে আসে, ততবার আমরা জেগে উঠে বলব, বাংলাদেশে ফ্যাসিস্ট খুনি হাসিনার মতো স্বৈরাচার কায়েম হতে দেবো না।’
আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সড়কে এনসিপির পদযাত্রার সমাবেশে এসব কথা বলেন এনসিপির এই নেতা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘চাঁদপুরে আমার জন্ম এবং এখানকার মাটিতেই আমাকে মিশে যেতে হবে। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। চাঁদপুরে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস ও বালুখেকোদের প্রশ্রয় দেওয়া হবে না।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘চাঁদপুরের অনেক গ্রাম নদী গর্বে বিলীন হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে বহু মানুষ তাদের বসতবাড়ি হারিয়ে বিভিন্ন স্থানে ছিন্নমূল হয়ে বসবাস করছে। এসব মানুষের চোখের দিকে তাকিয়ে হলেও আল্লাহর ওয়াস্তে আপনারা চাঁদপুরকে রক্ষার জন্য বিভিন্ন ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকুন।’
সমাবেশে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, বিমান দুর্ঘটনার পরবর্তী সয়মের ঘটনাগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমরা সবাই শোকাহত দিন পার করছি। জুলাই পদযাত্রা এই পর্যায়ে এসে শোক পদযাত্রায় পরিণত হয়েছে।’

সামান্তা শারমিন আরও বলেন, ‘আমরা দেখেছি, এই অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের দুই হাজার শহীদের দায়িত্ব নেয়নি। তাদের পরিবারের দায়িত্বও নেয়নি। একইসঙ্গে আমরা বিস্মিত হয়েছি, এই অন্তর্বর্তী সরকার মাইলস্টোন কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য সরকার সাহায্য চাইছে।’
পদযাত্রা শেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন এনসিপির চাঁদপুর জেলা কমিটির সদস্য মুফতি মাহমুদুল হাসান।
এর আগে, এনসিপি নেতারা চাঁদপুর সার্কিট হাউজ থেকে একটি শোক র্যালি নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক হয়ে পদযাত্রা স্থলে এসে উপস্থিত হন। এ ছাড়া চাঁদপুর সার্কিট হাউসের সভাকক্ষে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা।
চাঁদপুর শহরে অনুষ্ঠানে শেষে এনসিপি নেতারা হাজীগঞ্জ উপজেলা সদরের চৌরাস্তা বিশ্ব রোড এলাকায় শহীদ আজাদ সরকার চত্বর উদ্বোধন করেন। সর্বশেষে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকায় পথসভা করেন। সেখানে বক্তব্য দেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অনুষ্ঠান শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা কুমিল্লার উদ্দেশে সড়কপথে চাঁদপুর ত্যাগ করেন।