নেত্রকোনায় শেয়ালের কামড়ে আহত ১৭

নেত্রকোনার মদন উপজেলায় শেয়ালের কামড়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চানগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
আহতদের মধ্যে ১৫ জনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
আহতরা হলেন—আক্তার (১০), মোরসালিন (১৭), শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), জেসমিন আক্তার (৪৫), এরশাদ মিয়া (৩৫), শামীম মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৫০), তাইজুল (৬), আসব আলী (৭৫), মারিয়া আক্তার (৩), লিজা আক্তার (৯), আবির (২) ও কাইয়ূম মিয়া (৪০)। তারা সবাই চানগাঁও গ্রামের বাসিন্দা।
আহত এরশাদ মিয়া জানান, প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে ঘরের বাইরে বের হয়েছিলাম। হঠাৎ একটা শেয়াল এসে কিছু বুঝে ওঠার আগেই কামড় দেয়। শুধু আমাকে নয় প্রতিবেশী ১৭ জনকে কামড়িয়েছে। এরপর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ১০টার দিকে শেয়ালের কামড়ানো আহত রোগীরা আসে। আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।