মাহরিন শুধু শিক্ষক নন, তিনি একজন বীর : আফরোজা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, মাইলস্টোন স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষিকা মাহেরিন চৌধুরীর সঙ্গে রক্তের সম্পর্ক না রাখলেও, তারা আত্মার সম্পর্ক গড়ে তুলেছেন। মাহেরিন প্রমাণ করেছেন— তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি একজন মা, একজন বীর। নিজের জীবন দিয়ে তিনি তা প্রমাণ করে গেছেন।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরী পাড়ায় বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরিন চৌধুরীর কবর জিয়ারত শেষে আফরোজা আব্বাস এসব কথা বলেন।
মহিলা দলের এই সভানেত্রী বলেন, তিনি (মাহেরিন) প্রায় ২০ জন শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে নিজে নিহত হয়েছেন। এর চেয়ে বড় আত্মত্যাগ আর কিছু হতে পারে না।
আফরোজা আব্বাস বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যদি মাহেরিন চৌধুরী জিয়াউর রহমানের ভাতিজি পরিচয় দিত। তাহলে তাকে অনেক অপমানিত হতে হতো। চাকরিও হয়তো থাকতো না।
এ সময় উপস্থিত ছিলেন মাহেরিন চৌধুরীর স্বামী মনছুর হেলাল, মহিলা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হেলেন জেরিন খানসহ কেন্দ্রীয় ও জেলা মহিলা দলের অন্যান্য নেতাকর্মীরা।