‘পিআর পদ্ধতি নিশ্চিত হলে ডিসেম্বরেই নির্বাচনে প্রস্তুত জামায়াত’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত হলে ডিসেম্বরেও যদি নির্বাচন হয়, জামায়াত নির্বাচন করতে প্রস্তুত আছে। নীলফামারীর চারটি আসনেই আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে জেলা কার্যালয়ে সদর আসনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে আবদুল হালিম বলেন, নির্বাচনী কাজে আমাদের সকলকে ভূমিকা পালন করতে হবে। ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার বার্তা পৌঁছে দিতে হবে। প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে আমাদের আবেদন জানাতে হবে। এজন্য আমাদের নির্বিঘ্নে ও সর্বাত্মকভাবে কাজ করতে হবে।
দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ও নীলফামারী জেলা সাবেক আমীর মুহাম্মদ আব্দুর রশিদ, নীলফামারী জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান মন্টু, জেলা কর্মপরিষদ সদস্য ও অফিস বিভাগীয় সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম, জেলা কর্মপরিষদ সদস্য ও নীলফামারী সদর আমীর মাওলানা আবু হানিফা শাহ, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক শাহ প্রমুখ।