মাইলস্টোন ট্র্যাজেডি : সাভারে লামিয়া আক্তার সোনিয়ার দাফন

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত লামিয়া আক্তার সোনিয়ার মরদেহ সাভারের বিরুলিয়ার বাবার বাড়িতে দাফন করা হয়েছে। এর আগে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হয় তার মরদেহ। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে তাঁর মরদেহ দাফন করা হয়।
লামিয়া আক্তার সোনিয়ার মৃত্যুতে শোকাহত এলাকাবাসী। তার বাবা সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বাবুল হোসেন জানান, মাইলস্টোন স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রী মেয়ে জায়রাকে স্কুল থেকে আনতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন লামিয়া। দুর্ঘটনার দেড় ঘণ্টা পর মেয়ে জায়রাকে অক্ষত অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে স্বজনদের কাছে তুলে দিলেও নিখোঁজ ছিলেন মা সোনিয়া।
এরপর দুর্ঘটনাস্থলে সোনিয়ার এনআইডি কার্ড কুড়িয়ে পান এক ব্যক্তি। তিনি জানান, তাঁকে দগ্ধ অবস্থায় সেনাবাহিনীর এক অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে।
সোনিয়া উত্তরার ১৮ নম্বর সেক্টরে স্বামী-সন্তান নিয়ে থাকতেন। সংসারের কাজের ফাঁকে প্রতিদিন স্কুল থেকে মেয়ে জায়রাকে আনা-নেওয়া ছিল তার রুটিন কাজ।
তার স্বামী আমিরুল ইসলাম জনি বলেন, এত দিন সোনিয়াকে খুঁজে পেতে আমরা পাগলপ্রায় ছিলাম। মেয়ে জায়রা মাকে খুঁজতে থাকে। তাকে কোনো জবাব দিতে পারি না।