গোপালগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে দাফন

গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতীতে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান খান মুকুলকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৪টায় বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।
হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছয় মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
পরে শুক্রবার বাদ আসর গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল ৪টায় এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান এবং সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (অপারেশন) মো. মতিয়ার মোল্লা এই গার্ড অব অনার দেন।
পরে রাষ্ট্রীয় মর্যাদায় মাঝিগাতী ইউনিয়নের কোনা গ্রামের পারিবারিক কবরস্থানে এই মুক্তিযোদ্ধার মরদেহ দাফন করা হয়। ছাত্র জীবনেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে তিনি গোপালগঞ্জ সরকারি কলেজের ভিপি নির্বাচিত হন। তিনি মাঝিগাতী ইউনিয়নে পাঁচবার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি একবার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।