গোমতী পাড়ের অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন

বাঁধের নিরাপত্তা রক্ষার্থে কুমিল্লার সদর উপজেলার গোমতী নদী পাড়ের বিভিন্ন অবৈধ স্থাপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে প্রশাসন। গতকাল রোববার (২৮ জুলাই) বিকাল ও রাতে অভিযান চালিয়ে এসব স্থাপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান। তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রশাসন সূত্রে জানা যায়, গোমতী নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ করা পালপাড়া কালিমন্দির থেকে বিবির বাজার স্থল বন্দর এলাকার জায়গাগুলোর অবৈধ স্থাপনা ক্যাফে, রেস্টুরেন্ট, টং দোকান, মুদি দোকানগুলোতে অবৈধ বিদুৎ সংযোগ ছিল। এসব স্থাপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
তানজিনা জাহান জানান, আনুমানিক ১৫টি স্থাপনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল থেকে একই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।