নিজ ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে : হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, চাঁদাবাজদের অভয়াশ্রম এনসিপি হবে না। আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে।
সোমবার (২৮ জুলাই) ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে শহীদ মিনার চত্বরে পদযাত্রা শেষে সমাবেশে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।
এনসিপিনেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা সব সময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয় একটি গোষ্ঠী আমাদের নাম পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে। আমাদের নেতাকর্মী যারা আছেন তাদের কেউ কেউ মুখে মুখে বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু তারাই করেন চাঁদাবাজি। এগুলো আমরা বরদাশত করব না।’
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আমাদের লাখ লাখ কর্মী দরকার নেই। চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। যারা এসবে যুক্ত হয়েছেন তারা সাবধান হয়ে যান। আরেক ধরনের নেতাকর্মী রয়েছে—এরা হচ্ছে তেলবাজ, এরা হচ্ছে সেলফিবাজ। এদের আপনারা প্রশ্রয় দেবেন না। এরা বিভিন্ন জায়গায় গিয়ে নেতা ও প্রশাসনের (কর্মকর্তাদের) সঙ্গে সেলফি তুলে ব্যবসা করে। এদের প্রতিহত করবেন। আগে নিজের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে।’
এনসিপির এই মুখ্য সংগঠক বলেন, ‘প্রিয় ময়মনসিংহবাসী—সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রতিটি ইউনিয়ন এবং থানা পর্যায়ে প্রতিটি ঘরে আপনারা যাবেন। সবাইকে গিয়ে বুঝাবেন—নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাবেন। আপনারা নিজের টাকায় অনুষ্ঠান আয়োজন করেছেন। আমাদের দল থেকে কোনো সহযোগিতা করা হয়নি। সামনে রাজনীতি করতে হলে নিজেদের পকেটের টাকা খরচ করে জনগণকে বুঝাতে হবে। প্রতিটি ঘরে গিয়ে সবাইকে এনসিপির প্রয়োজনীয়তা বোঝাবেন।’
এর আগে আজ বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে ময়মনসিংহ টাউন হল চত্বরে এনসিপির নেতাকর্মীরা সমবেত হন। সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সাগর চত্বরে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর সি কে ঘোষ রোড, গাঙ্গিনারপাড় হয়ে পদযাত্রাটি টাউন হল চত্বরে ফিরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ উপলক্ষে ময়মনসিংহে আগমনের পর নাহিদ ইসলাম শহরের প্রবেশমুখেই বীর শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মহাসচিব নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।