গাইবান্ধা কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৮) নামে সাবেক একজন ইউপি চেয়ারম্যান মারা গেছেন। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মৃত মমতাজ উদ্দিনের ছেলে এবং কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান।
গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা কারাগারের জেলার মো. আতিকুর রহমান জানান, মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। চলতি মাসের ১ তারিখে পুলিশ তাকে গ্রেপ্তার করে ২ তারিখে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কারাগারে চিকিৎসার কোনো অবহেলা ছিল না বলে জানান তিনি।
মুন্নার পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে নেওয়ার পর তার সঙ্গে স্বজনদের দেখা করতে দেওয়া হয়নি এবং নির্যাতন করা হয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়েছে বলেও দাবি করেন তারা।
মুন্নার ছেলে সৌমিক বলেন, ‘বাবা অনেকদিন ধরে রাজনীতি থেকে দূরে ছিলেন। তবুও রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। অসুস্থ থাকা সত্ত্বেও কারাগারে চিকিৎসা দেওয়া হয়নি। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।’
সৌমিক জানান, প্রথমে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার করা হয় তার বাবা মুন্নাকে। দীর্ঘদিন কারাভোগের পর জামিন পেলেও জেলগেট থেকে আরেকটি মামলায় পুনরায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।