বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে : তাইফুল ইসলাম টিপু

বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, বিএনপি শক্তিশালী হলে দেশ ও গণতন্ত্র শক্তিশালী হবে। আজ শনিবার (২ আগস্ট) বিকেলে নাটোরের গোপালপুর পৌরসভায় কয়েক হাজার বিএনপি নেতাকর্মীর উপস্থিতিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তাইফুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জনগণের ওপর জগদ্দল পাথরের মতো বসেছিল। দেশে বাক-স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র-জনতা ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিকে অধিকতর শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক হয়ে বিএনপিকে ধ্বংস করে গণতন্ত্র ধ্বংস ও দেশকে দুর্বল করতে চেয়েছিল। জনগণ তা ব্যর্থ করে দিয়েছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী নির্বাচনে লালপুর ও বাগাতিপাড়ায় নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে সংগ্রাম শুরু হবে, সে কাফেলায় সংযুক্ত হতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।