কিশোরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে যুবকের মৃত্যু

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভ্রমণে গিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক রিফাত (২০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর সিদ্দিক পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের ওমর ফারুকের ছেলে। রিফাত কিশোরগঞ্জ জেলা শহরের জামিয়া ইমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, শনিবার বিকেলে রিফাত তার দুলাভাই রাজীব মিয়ার সঙ্গে চরটেকি এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে বিকাল চারটার দিকে রিফাত ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামলে হঠাৎ প্রবল স্রোতের তোড়ে তিনি তলিয়ে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুরে প্রিমিয়ার ব্যাংকে কর্মরত রাজীব মিয়া সাপ্তাহিক ছুটিতে তার শ্যালক রিফাতকে নিয়ে ঘুরতে এসেছিলেন। নদীতে রিফাত ডুবে যাওয়ার পর তিনি নিজে উদ্ধারে ঝাঁপ দেন, কিন্তু সফল না হয়ে এক পর্যায়ে রাজীব নিজেও অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, দক্ষিণ চরটেকি এলাকায় গত ১ জুলাই নৌকাডুবিতে তিন শিক্ষার্থী শিশুর মৃত্যু এবং ১১ জুলাই ঘুরতে এসে বাবা-মায়ের সঙ্গে নৌকাডুবিতে সহোদর দুই বোনের মৃত্যুসহ সাম্প্রতিক সময়ে পানিতে ডুবে অন্তত ৮-১০টি মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে উপজেলা প্রশাসন ওই স্থানে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই তা মানছেন না।
ইউএনও আরও বলেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।