মুজিববাদী সংবিধান ভেঙে নতুন সংবিধানের দাবিতে এসেছি : সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘বাহাত্তরের সংবিধান অন্য দেশ থেকে লিখে দেওয়া। মুজিববাদী সংবিধান ভেঙে দিতে আমরা আজকের এই মঞ্চে এসেছি। আমরা এসেছি নতুন সংবিধান তৈরির দাবিতে।’
আজ রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার সমাবেশে এসব কথা বলেন সারজিস আলম।
এনসিপির এই নেতা বলেন, ‘এক বছর হয়ে গেছে আমরা কাঙ্ক্ষিত প্রাপ্তি পাই নাই। আজ আমরা এক বছর পর আবারও এই মঞ্চে এসেছি আমাদের শহীদ পরিবারের বিচার চাইতে। আমাদের আহত ভাইদের বিচার চাইতে এসেছি।’
সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘কেউ যদি আপনাদের ভয় দেখায়, হুমকি দেয় আপনারা পিছু হটবেন না। আমরা শুনেছি, আমাদের নেতাকর্মীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব যে ইশতিহার ঘোষণা করবেন, তা বাস্তবায়নে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আমরা।’