সারজিস আলমের বিরুদ্ধে গাজীপুরে আদালতে মামলা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপিকে জড়িয়ে ফেসবুক পেজে স্ট্যাটাস দেওয়ায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেন মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি মো. তানভীর সিরাজ। গাজীপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মঙ্গলবার (১২ আগস্ট) এ মামলা দায়ের করা হয়। আদালতের বিচারক আলমগীর আল মামুন মামলাটি তদন্তের জন্য সিআইডিকে আদেশ দেন।
আদালতে দাখিল করা মামলায় উল্লেখ করা হয়েছে, সারজিস আলম এ মাসের ৭ তারিখে রাত দশটা দুই মিনিটে তার ফেসবুক স্ট্যাটাস দেন যে, বিএনপির সন্ত্রাসীদের চাঁদাবাজির ঘটনা সাংবাদিক তুহিন ভিডিও ধারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপির সন্ত্রাসীরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। এছাড়াও সম্প্রতি সাংবাদিক আনোয়ারকে বিএনপি সন্ত্রাসীরা ইট দিয়ে আঘাত করে হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিষয়ে তার ভাই সেলিম মিয়া বাসন থানায় মামলা করেছেন। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে পুলিশ ইতোমধ্যেই সব আসামিকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। আসামিরাও জবানবন্দি দিয়েছেন আদালতে। এছাড়া সাংবাদিক আনোয়ার গাজীপুর মেট্রো সদর থানায় তাকে ইট দিয়ে আঘাত করার জন্য মামলা দায়ের করেছেন। সেখানেও বিএনপির কোনো সম্পৃক্ততা নাই বলে তিনি নিজে দাবি করেছেন।
এ সকল মিথ্যা অভিযোগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সারজিস আলম বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছেন এবং বিএনপির বিরুদ্ধে উনকানিমূলক ও মানহানিকর ঘটনা ঘটিয়েছেন বলে মামলার বাদী দাবি করেন।
মামলা দায়েরের সময় মামলার বাদী তানভীর সিরাজের পক্ষে গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ডক্টর শহীদুজ্জামান, সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানসহ অন্তত অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন।