খুলনায় গুলি করে চরমপন্থী নেতাকে হত্যা

খুলনার সঙ্গীতা হলের সামনে এক টায়ারের দোকানে ঢুকে শাহাদাৎ (৩৮) নামে এক চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ কিছুদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
পুলিশ জানায়, শাহাদাৎ একজন চরমপন্থী সংগঠনের সক্রিয় নেতা ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কেএমপি কমিশনার আলী হায়দার জানান, সোনাডাঙ্গা থানাধীন সঙ্গীতা হলের সামনে একটি টায়ারের দোকানের ভেতরে অবস্থান করছিলেন শাহাদাৎ। হঠাৎ মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত দোকানে ঢুকে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা শাহাদাৎকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের শরীরে ৬টি গুলির চিহ্ন এবং ধারালো অস্ত্রের ৮টি কোপ রয়েছে।