নবীনগরে জুলাই শহীদদের প্রতি জেলা প্রশাসনের শ্রদ্ধা

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পাঁচ সন্তানের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নবীনগরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও প্রশাসনের প্রতিনিধিরা শহীদ তানজিল মাহমুদ সুজয়, শহীদ রফিকুল ইসলাম, শহীদ কামরুল মিয়া, শহীদ জাহিদুজ্জামান তানভীন এবং শহীদ মো. জাহিদ হোসেনের সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
শ্রদ্ধা নিবেদনের পর নবীনগর উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম আশরাফীর পরিচালনায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় ইউএনও রাজীব চৌধুরী শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের সান্ত্বনা দেন এবং প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।