প্রথম শ্রেণির পৌরবাসীর যাতায়াত ড্রেনের ওপর দিয়েই

পাবনার সুজানগর পৌরসভা তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উন্নীত হলেও বাস্তব পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন ঘটেনি। রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট ও পানি নিষ্কাশনের সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পৌরবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে পৌরসভার ২নং ওয়ার্ডের হালদারপাড়া মহল্লার প্রায় ১৫০ পরিবার দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে দিন পার করছেন।
ভুক্তভোগী বাসিন্দা বাসুদেব হালদার জানান, হালদারপাড়ায় দেড়শ পরিবারের বসবাস। কিন্তু এখানে কোনো চলাচলের রাস্তা নেই। প্রায় এক যুগ আগে নির্মিত একটি পানি নিষ্কাশনের ড্রেনই ছিল আমাদের একমাত্র ভরসা। সেই ড্রেন দিয়েই আমরা বাজারসহ প্রয়োজনীয় স্থানে যাতায়াত করতাম। কিন্তু এখন বৃষ্টির কারণে ড্রেনও তলিয়ে গেছে এবং অপরিচ্ছন্ন হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
অন্য বাসিন্দা মো. শাহীনুর রহমান বলেন, বর্তমানে নিজেদের উদ্যোগে ড্রেনের ওপর বালু ভর্তি বস্তা ফেলে চলাচল করছি। ছোট শিশু ও স্কুলপড়ুয়া কিশোর-কিশোরীদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। তাদের জন্য তো পথচলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
সুকুমার হালদার জানান, আমরা বহুবার রাস্তা নির্মাণের জন্য পৌরসভায় আবেদন করেছি। পৌর কর্তৃপক্ষ আমাদের দুর্ভোগের কথা জানেন। কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। দিনদিন দুর্ভোগ আরও বাড়ছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান বলেন, ‘খোঁজ নিয়ে রাস্তা নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’