ধামরাইয়ে বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যু

ঢাকার ধামরাইয়ের বিষাক্ত দেশীয় মদ পানে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ছোটকালামপুর আদর্শ গ্রামে কাশেম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার বিনোদপুর এলাকার বাসিন্দা বিপ্লব কূজুর ও গড়ারহাট এলাকার সুধীর কূজুর। তাঁরা কাশেম মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, কাশেমের বাড়ির এই ভাড়াটিয়ারা প্রায়ই মদ্যপানে মাতাল হয়ে হট্টগোল করতেন। ঘটনার রাতে তারা মদ পান করে ঘরে ঘুমাতে যান। সকালে পাশের কক্ষে থাকা আরেক ব্যক্তি তাদেরকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে মৃত বলে সন্দেহ করেন। পরে আশপাশের লোকজন ডাকলে বাড়ির মালিক কাশেম এসে নিশ্চিত হন যে তারা মারা গেছেন।
এরপর কাশেম তার মেয়ের জামাই হৃদয় হোসেনকে ডেকে মরদেহ দুটি বাড়ি থেকে সরিয়ে দূরে নিয়ে যাওয়ার জন্য একটি পিকআপ ভ্যানে তুলেন। বিষয়টি স্থানীয়দের চোখে পড়লে তারা বিষয়টি ধামরাই থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইব্রাহিম পাটোয়ারী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।