নারীদের হেনস্তার প্রতিবাদ করায় সাংবাদিকের ওপর হামলা, আহত ৪
নারী পথচারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টিভির সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সসহ চারজনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় সাংবাদিক রুবেলের ডান হাত ভেঙে গেছে এবং তাকে কেপিজে স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়েছে।
নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কাছে কেপিজে স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড নার্সিং কলেজের সামনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
আহত রুবেল আহমেদ প্রিন্স জানান, তিনি নবীনগর-চন্দ্রা মহাসড়কের খানা-খন্দ নিয়ে একটি প্রতিবেদন তৈরির কাজ করছিলেন। এ সময় কিছু বখাটেকে সড়কে চলাচলকারী তরুণীদের উত্ত্যক্ত করতে দেখেন। এর প্রতিবাদ করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। একপর্যায়ে অন্তত ৩০ জনের একটি দল লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
রুবেলকে রক্ষা করতে গিয়ে আরও তিনজন আহত হন। জীবন বাঁচাতে রুবেল কেপিজে স্পেশালাইজড হসপিটালের ফটকের ভেতরে আশ্রয় নিলে দুর্বৃত্তরা সেখান থেকেও তাকে টেনে-হিঁচড়ে বের করার চেষ্টা করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন রুবেল জানান, হামলাকারীদের মধ্যে কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফ ব্যাপারীর ভাতিজা রিমেল এবং তার অনুসারীরা ছিল। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ডিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনেছি। দোষীদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাভার ও আশুলিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক দেওয়ান ইমন দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।