গাজীপুরে নুবহা জেনারেল হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার এলাকায় নুবহা জেনারেল হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালে জনবল কম থাকায় এবং অপারেশন থিয়েটারের পাশে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জরিমানা করা হয়।
গতকাল রোববার (১০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে দি মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র, এস আই মো. সেলিম মিয়া, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এনটিভি অনলাইনকে বলেন, স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।