বাউফলে যৌথবাহিনীর অভিযানে বিপুল নকল পণ্য জব্দ

পটুয়াখালীর বাউফলে যৌথবাহিনীর অভিযানে এসব নকল পণ্য জব্দ করা হয়েছে। ছবি : এনটিভি
পটুয়াখালীর বাউফলে যৌথবাহিনীর অভিযানে বিপুল নকল পণ্য জব্দ করা হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া এলাকায় অভিযান চালিয়ে এসব নকল পণ্য জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
যৌথবাহিনীর সদস্যরা জানান, আয়নাবাজ কালাইয়া গ্রামের জব্বার হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার নকল পণ্য মজুদ করে হাটে বাজারে বিক্রি করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, ভোজ্যতেল, নারিকেল তেল ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, জব্দ করা মালামাল ধ্বংস করা হবে। এ ঘটনার মঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।