আরও ৫ মামলায় বিএসবির খায়রুলের ১৩ দিনের রিমান্ড

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক মো. খায়রুল বাশার বাহার। ফাইল ছবি
বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে তিন কোটির বেশি টাকা আত্মসাতের পৃথক পাঁচ মামলায় ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক’-এর মালিক মো. খায়রুল বাশার বাহারকে আরও ১৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ মামলার তদন্ত কর্মকর্তা আসামি খায়রুলকে হাজির করে ৪৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১৩ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডির রোড নং-০৪ এর একটি ভবনের নিচতলা থেকে খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৫ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।