জয়পুরহাটের কালাইয়ে অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মৎস্য শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ আগষ্ট) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার করিমপুর মোড়ের পাশের খালে এবং পাঁচগ্রাম ও জালাইগাড়ি রাস্তার দুপাশে অভিযান চালিয়ে এসব চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ৪/ক অনুযায়ী মোলামগাড়ি বাজারে সিদ্দিক নামে একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।
পরে জব্দ করা জালগুলো কালাই উপজেলা পরিষদ চত্বরে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এর আগেও নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে উপজেলা পরিষদের চত্বরে ধ্বংস করা হয়।
এসময় কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী, আইসিটি টেকনিশিয়ান এস এম তারেকুল ইসলাম, অফিস সহকারী সোহেল রানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং জনস্বার্থে অবৈধ জাল দিয়ে মৎস্য শিকারিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।