চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মহিলা মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিক্ষার্থী হলো গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের বেগপুরের সবুর রহমানের মেয়ে জামিলা (১০) ও লেবুডাঙ্গার তরিকুল ইসলামের মেয়ে তানিয়া (১২)।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, রাধানগরের ডোবারমোড় শেফালী বেগম মহিলা মাদ্রাসার আবাসিকে গত রাত ১ টার দিকে জামিলা ও তানিয়া ঘুম থেকে উঠে বমি ও মুখে ফেনা নিয়ে কান্নাকাটি করলে আবাসিকের দায়িত্বরত শিক্ষিকা স্থানীয়দের নিয়ে তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
ওসি জানান, ওই মহিলা মাদ্রাসার আবাসিক কক্ষে ১৩ জন শিক্ষার্থী মেঝেতে ঘুমিয়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপে বা পোকার কামড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। খাদ্যে বিষক্রিয়া হলে অন্য শিক্ষার্থীরাও অসুস্থ হতো।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি ওয়াদুদ।