‘প্রধান উপদেষ্টা যে মাসে বলেছেন, সেই মাসেই নির্বাচন হবে’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার উপরে আমাদের কারও কোনো কথা নাই। স্যার যেই তারিখে বলেছেন সেই তারিখেই নির্বাচন হবে। যেই মাসে বলেছেন, সেই মাসেই নির্বাচন হবে। কে কি বলল, সেটা শোনার আমাদের কোনো দরকার নাই।
আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের কৃষিমার্কেট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন ঠেকাতে আপনারাই প্রস্তুত। নির্বাচন ঠেকাতে হলে প্রথম প্রস্তুতি দরকার রাজনৈতিক দলগুলোর। সবার আগে জনগণ, জনগণ যখন নির্বাচনমুখি হয়ে যাবে, কেউ এটা বাঁধা দিতে পারবে না। জনগণ হলো মেইন। রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে। জনগণ যখন চাইবে, আমি নির্বাচনের দিকে চলে যাব, কারও কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা আমাকে সবসময় বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা। এখন আপনারাই দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। আপনারা সমাজের সবচেয়ে শিক্ষিত, আপনাদেরকেই কন্ট্রোল করা যায় না। সাধারণ পাবলিককে কিভাবে আমরা আয়ত্তে আনব?
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না। যত বড় চাঁদাবাজই হোক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কাউকে কোনোরকম ছাড় দেওয়া হবে না। যেকোনো চাঁদাবাজ পেলে আমাদের দেখান, সাথে সাথে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।