আমরা বিক্রি হইতে আসি নাই : হাসনাত আবদুল্লাহ
আসন ভাগাভাগির রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা মনে করতেছেন যে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দেবেন না, আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কেনা সম্ভব না। আমরা বিক্রি হইতে আসি নাই। এটা ইম্পসিবল।
আজ শনিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মধ্যরাতের নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য কি— এমন প্রশ্ন করে হাসনাত আবদুল্লাহ বলেন, আমি যদি আগেই সমঝোতা করি, আমি দাঁড়াব এই আসনে, আপনি এখানে ক্যান্ডিডেট দিবেন না। এটা তো আগের মধ্যরাতের ইলেকশনই, যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না।
তিনি বলেন, জনগণের সামনে অপশন থাকতে হবে। একটা নতুন সিস্টেম তৈরি হবে, যেখানে জনগণের সামনে অপশন থাকবে, তার যদি পছন্দ হয় আমাকে ভোট দেবে, না হয় ভোটের মাধ্যমে রায় দেবে যে সে আমাকে খারিজ করে দিয়েছে। আবার আমরা সমঝোতার রাজনীতির দিকেই যাচ্ছি। আমরা এই নির্বাচন আর চাই না।
এনসিপির এই নেতা বলেন, আমাদেরকে বলা হয়, আমরা নির্বাচন পেছাতে চাই। আমরা স্পষ্ট ভাষায় বলছি, নির্বাচন প্রয়োজনে দুই মাস পরে দেন। কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। আর এনসিপি কোনো আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই, কোনোদিন করবেও না।