‘সিসা বারে’ ছুরিকাঘাতে যুবক হত্যা, রিমান্ডে ৪

বনানীতে ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাব্বি হত্যা মামলায় চারজনের তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ শেখ আসামিদের হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার আসামির তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
রিমান্ড পাওয়া আসামিরা হলেন—মীর হোসেন, ফজলে রাব্বি, সাব্বির আহমেদ সুমন, ও আরাফাত ইসলাম ফাহিম।
নথি থেকে জানা গেছে, গত ১৪ আগস্ট ভোর সাড়ে ৫টায় ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় গত শুক্রবার রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরে শুক্রবার ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব।
এরপরে গত (১৬ আগস্ট) শনিবার আবদুল মালেক মুন্নার তিন দিন এবং মাকসুদুর রহমান হামজা নামে আরেক আসামির এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। এদিকে আজ মঙ্গলবার মুন্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি স্বীকারোক্তি দিয়ে বলেন, ইন্টারনেট ব্যবসায়ী রাব্বি ও তার বন্ধু নুরুল ইসলাম খোকন সেদিন ওই সিসা বারে যান। রাব্বির সঙ্গে মুন্না ও হামজা দীর্ঘদিন ধরে ওই সিসা বারে যেতেন। সেখানে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে ‘দ্বন্দ্ব’ চলছিল। গত বুধবার রাত ১টার দিকে মুন্নাকে সিসা লাউঞ্জ থেকে বের হয়ে যেতে বলেন রাব্বি। ভোর সাড়ে ৫টার দিকে ভবনের চতুর্থ তলা থেকে সিড়ি দিয়ে নেমে দ্বিতীয় তলায় আসার সময় মুন্না এবং হামজা পথরোধ করেন রাব্বির। তখন মুন্নাকে দেখে রাব্বি জানতে চায়, তুই এই সময় এখানে কেন?’ ওই কথা বলা মাত্রই রাব্বির সঙ্গে মুন্না ও হামজার সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মুন্না তার পাঞ্জাবির পকেটে থাকা চাকু বের করে রাব্বিকে উপর্যুপরি আঘাত করে।