হত্যা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে হত্যা মামলায় বাবাকে যাবজ্জীবন আর ছেলেকে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে বাবাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ছেলেকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া বাবার নাম লাল চান এবং দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ পাওয়া ছেলের নাম হামিদুল ওরফে সাগর। তাদের বাড়ি উপজেলার চন্দনগাতী দক্ষিণ পাড়ায়।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, বেলকুচি উপজেলার চন্দনগাতী গ্রামের আফাজ উদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী লাল চানের পরিবারের বিরোধ চলছিল। এরই জেরে ২০১৮ সালের ২৬ মার্চ উভয় পরিবারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে আফাজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনজনকে আসামি করে নিহত আব্দুর রাজ্জাকের বাবা আফাজ উদ্দিন মামলা করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এ রায় ঘোষণা করা হলো।