‘আশির দশকে সামরিক শাসকের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ প্রায় ১০ বছর সংগ্রাম করেছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আশির দশকেও কিন্তু একটি সামরিক শাসকের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ প্রায় ১০ বছর সংগ্রাম করেছে। সেই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ সংগ্রাম শেষে নব্বইয়ের শেষ দিকে সামরিক শাসক এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মঈন খান এসব কথা বলেন। বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদ।
মঈন খান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিস্ট শাসন থেকে ছাত্র-জনতার আন্দোলনে আমরা মুক্ত হয়েছি। এ আন্দোলনটি চূড়ান্ত রূপ ধারণ করেছিল বিগত ১৫ বছরের বিএনপি তথা এদেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে।
ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার স্মৃতিচারণ করে মঈন খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানকে আমাদের আবার নতুন করে স্মরণ করতে হবে। নিজের জীবন বাজি রেখে তখন নব্বইয়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। নেতা তৈরির ভূমিকায় তিনি অনবদ্য অবদান রেখেছিলেন। বাংলাদেশের গণতন্ত্রায়নের ইতিহাসে তিনি চিরদিন লিপিবদ্ধ থাকবে।