জুলাই আন্দোলনের মামলায় পুলিশ কর্মকর্তার জামিন স্থগিত

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ইমাম হাসান তায়িমকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদ উজ জামানের হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে দিয়েছেন চেম্বার আদালত। একই সঙ্গে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট) সকালে রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ মো. রেজাউল হক এই আদেশ দেন।
গতকাল মঙ্গলবার এই জামিনকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে আন্দোলন হয়। আন্দোলনে জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতরা বেশ কিছু দাবি জানায়। শহীদ ইমামের ভাই রবিউল আউয়াল বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদ্য জামিনপ্রাপ্ত যাত্রাবাড়ী থানার সাবেক এসআই সাজ্জাদকে গ্রেপ্তার করতে হবে।
আন্দোলনকারীরা এই এসআইকে জামিন দেওয়ার কারণে নিম্ন আদালতের ২১ নম্বর কোর্টের দুই বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও গাজী এবাদত হোসেনকে বহিষ্কার করারও দাবি জানান। এছাড়া, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে আইন উপদেষ্টাকে শোকজ করার দাবিও জানানো হয়।