গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তিকে প্রস্তুত থাকার আহ্বান নায়াব ইউসুফের

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তিকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
আজ বুধবার (২০ আগস্ট) বিকেলে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন মহিলা দলের কর্মিসভায় চৌধুরী নায়াব ইউসুফ এ আহ্বান জানান। উপজেলার ওমেদিয়া স্কুল মাঠে এই কর্মিসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন। তবে গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি। এ জন্য আরও কঠিন পথ অতিক্রম করতে হতে পারে। আমাদের এখনও কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনও পুনরুদ্ধার হয়নি। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদের হয়তো আরও বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে। এ কারণে আমাদের দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তিকে প্রস্তুত থাকতে হবে সর্বদা।
কোতোয়ালি থানা মহিলা দলের সাধারণ সম্পাদক সোনিয়া বিশ্বাস লিপির সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন ঈশান গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য নুরুজ্জামান চৌধুরী পংকজ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, ঈশান গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদ পারভেজ ডাফরীন, মহানগর যুব দলের সাধারণ সম্পাদক রেজানুর বিশ্বাস তরুণ, যুবদলনেতা ইমদাদ হোসেন।